আয়তন
চৌমুহনী পৌরসভার আয়তন ২০.৭০ বর্গ কিলোমিটার।
অবস্থান ও সীমানা
বেগমগঞ্জ উপজেলার মধ্যাংশে চৌমুহনী পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তর-পশ্চিমে মিরওয়ারিশপুর ইউনিয়ন, উত্তরে নরোত্তমপুর ইউনিয়ন, উত্তর-পূর্বে দুর্গাপুর ইউনিয়ন, পূর্বে হাজীপুর ইউনিয়ন, দক্ষিণে শরীফপুর ইউনিয়ন ও একলাশপুর ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিমে ও পশ্চিমে বেগমগঞ্জ ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
চৌমুহনী পৌরসভা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
চৌমুহনী পৌরসভার স্থপতি জননেতা নুরুল হক, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে পৌরসভার অনুমোদন করান।
চৌমুহনী পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছেরাজল হক বি.এ।
প্রশাসনিক এলাকা
চৌমুহনী পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে।
১নং ওয়ার্ড - উত্তর নাজিরপুর ও মিরওয়ারিশপুর (আংশিক)
২নং ওয়ার্ড - দক্ষিণ নাজিরপুর
৩নং ওয়ার্ড - আলীপুর
৪নং ওয়ার্ড - করিমপুর, হাজিপুর (আংশিক) ও আলীপুর (আংশিক)
৫নং ওয়ার্ড - গণিপুর
৬নং ওয়ার্ড - গণিপুর ও নরোত্তমপুর (আংশিক)
৭নং ওয়ার্ড - কিসমত করিমপুর, উত্তর হাজিপুর (আংশিক) ও নরোত্তমপুর (আংশিক)
৮নং ওয়ার্ড - পৌর হাজিপুর
৯নং ওয়ার্ড - পৌর হাজিপুর। পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ। এটি একটি 'ক' শ্রেণীর পৌরসভা।
যোগাযোগ ব্যবস্থা
ঢাকা থেকে চৌমুহনী'র দূরত্ব ১৫০ কিলোমিটার।
চট্টগ্রাম থেকে চৌমুহনী'র দূরত্ব ১২০ কিলোমিটার।
কুমিল্লা থেকে চৌমুহনী'র দূরত্ব ৬০ কিলোমিটার।
ফেনী থেকে চৌমুহনী'র দূরত্ব ৪০ কিলোমিটার।
সড়ক পথ ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে চৌমুহনীর রেল যোগাযোগের ব্যবস্থা রয়েছে।
জনসংখ্যা
চৌমুহনী পৌরসভার
জনসংখ্যা প্রায় ১ লক্ষ ৬৫ হাজার।
শিক্ষা
চৌমুহনী সরকারি এস এ কলেজ
চৌমুহনী মদন মোহন উচ্চ
বিদ্যালয়
বেগমগঞ্জ সরকারি
পাইলট উচ্চ বিদ্যালয়
সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়
গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ
বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
জালাল উদ্দিন ডিগ্রী কলেজ
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বেগমগঞ্জ
বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড
কলেজ
ডেলটা জুট মিলস উচ্চ বিদ্যালয়
বেগমগঞ্জ জে কে মডেল আর্দশ প্রাথমিক বিদ্যালয়
চৌমুহনী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা
নোয়াখালী মৌলবী আব্দুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
অর্থনীতি
চৌমুহনী বৃহত্তর নোয়াখালীর বাণিজ্য শহর হিসেবে খ্যাত। এই অঞ্চলের অধিকাংশ বাজারের পাইকারী পণ্য চৌমুহনী থেকে নেয়া হয়। চৌমুহনীতে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বইয়ের বাজার। চৌমুহনীতে আরও রয়েছে সরিষার তেল কারখানা, মুড়ি কারখানা, রাইস মিল, ডেল্টা জুট মিল, গ্লোব ফার্মাসিউটিকাল, বিসিক শিল্প নগরী সহ রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক বৃহৎ ও মাঝারি শিল্প কল কারখানা।
উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ
সিরাজুল আলম খান
জননেতা নুরুল হক (রাজনীতিবিদ ও গভর্নর)
জেনারেল মঈন উদ্দিন আহমেদ - সাবেক সেনাপ্রধান
এম এ হাশেম (পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা)
বরকত উল্লাহ বুলু (প্রধানমন্ত্রীর সাবেক বাণিজ্য উপদেষ্টা)
ডাঃ এ.বি.এম জাফর উল্যাহ্ (রাজনীতিবিদ)
মামুনুর রশীদ কিরন (শিল্পপতি - গ্লোব)
লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন
মদন মোহন রায় চৌধুরী (দানবীর)
ছেরাজল হক বি.এ (রাজনীতিবিদ)
ফখরুল ইসলাম এম.এ (রাজনীতিবিদ)
আব্দুর রব চেয়ারম্যান (রাজনীতিবিদ)
এডভোকেট আব্দুর রহিম (রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজীবী)
ভি.পি মোহম্মদ উল্যাহ্ (রাজনীতিবিদ)
ওমর ফারুক বাদশা (রাজনীতিবিদ)
আক্তার হোসেন ফয়সল (রাজনীতিবিদ)
মুক্তিযোদ্ধা গাজী আমিন উল্যাহ্
নির্বাচিত চেয়ারম্যান ও মেয়র
গণ
ক্রম নং. নাম পদবী কার্যকাল রাজনৈতিক দল
০১ ছেরাজল হক বি.এ চেয়ারম্যান ২৬.০২.১৯৭৪-০৭.১১.১৯৭৪ ১২.১২.১৯৭৫-২৭.১০.১৯৭৭ মুসলিম লীগ
০২ মোহাম্মদ আক্কাস মিয়া চেয়ারম্যান ২৭.১০.১৯৭৭-২২.০৯.১৯৮২ বাংলাদেশ আওয়ামী লীগ
০৩ এ.বি.এম ইউছুফ চেয়ারম্যান ২১.০৩.১৯৮৪-৩০.০৯.১৯৮৮
২৬.০২.১৯৮৯-৩১.১২.১৯৯১
জাতীয় পার্টি
০৪ মোঃ শাহ আলম মিয়া চেয়ারম্যান ০৪.০৭.১৯৯৩-০৫.০৩.২০০২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
০৫ এডভোকেট আব্দুর রহিম চেয়ারম্যান/মেয়র ০৬.০৩.২০০২-১১.১২.২০০৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
০৬ মামুনুর রশীদ কিরণ মেয়র ১৩.০২.২০১১-১৬.০২.২০১৪ বাংলাদেশ আওয়ামী লীগ
০৭ আক্তার হোসেন ফয়সল মেয়র ২৩.০৪.২০১৪-২১.০২.২০১৬
২২.০২.২০১৬-২২.০২.২০২১
বাংলাদেশ আওয়ামী লীগ
০৮ খালেদ সাইফুল্লাহ মেয়র ২৩.০২.২০২১- চলমান স্বতন্ত্র